ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে এনওসি পাননি তিন পাকিস্তানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বিপিএলে এনওসি পাননি তিন পাকিস্তানি

ঢাকা: আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর। নতুন এই আসরে থাকছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

দেশটির ক্রিকেট বোর্ড ১৫ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।

মোট ১৮ পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের আসরে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন। তাতে তিন ক্রিকেটারকে এনওসি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাকি ১৫ ক্রিকেটারের বিপিএলের আসরে খেলতে কোনো বাধা নেই।

বিপিএলের নতুন আসরে খেলার অনুমতি পাননি মিডলঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম, ওপেনার শারজীল খান এবং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মূখপাত্র জানান, এনওসি না পাওয়া এই তিন ক্রিকেটার পাকিস্তানের আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্টের জন্য বিবেচিত হতে পারেন। কিন্তু, শেষ মুহূর্তে যদি তারা ১৫ অথবা ১৬ জনের স্কোয়াডে না থাকেন, তাহলেই শুধুমাত্র তাদের বিপিএলের আসরে খেলতে নতুন করে অনুমতি দেওয়া হবে।

অনুমতি পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন শহীদ আফ্রিদি, সোয়েব মালিক, আহমেদ শাহজাদ, উমর আকমল, ইমাদ ওয়াসিম।

৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলের চতুর্থ আসরের মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।