ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে শুক্রবার (২৮ অক্টোবর)। এ ম্যাচের মধ্য দিয়েই টেস্ট ক্যারিয়ারে ৫০তম ম্যাচ পূর্ণ করতে যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশের হয়ে পঞ্চাশ কিংবা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার মাত্র দুইজন-মোহাম্মদ আশরাফুল (৬১ ম্যাচ) ও হাবিবুল বাশার সুমন (৫০ ম্যাচ)। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিক স্পর্শ করতে যাচ্ছেন এ মাইলফলক।
মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত মুশফিকুর রহিম, ‘খুবই ভালো লাগছে। বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলা সহজ নয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। নিজের ৫০তম টেস্টে চেষ্টা করবো ভালো খেলতে এবং দল যেন ভালো করে। আমি চেষ্টা করবো দলের ভালোর জন্য আমার যা যা অবদান দেওয়ার। ’
মুশফিকুর রহিমের প্রায় এক বছর পর টেস্ট অভিষেক হয় ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের। কিন্তু মুশফিকের চেয়ে কুক খেলেছেন দ্বিগুনেরও বেশি টেস্ট। মুশফিক যেখানে ৪৯-এর ঘরে, কুক সেখানে খেলে ফেলেছেন ১৩৪টি টেস্ট।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কতটা কম টেস্ট খেলার সুযোগ পায় তা এ দুই অধিনায়কের ম্যাচ খেলার অনুপাতেই স্পষ্ট। এ জন্য দুঃখ আছে মুশফিকের, ‘দুঃখ তো অবশ্যই আছে। আমার শুধু নয়, বাংলাদেশের অনেক ক্রিকেটারের দুঃখ যে টেস্ট আমরা খুবই কম খেলি। আমি অনেকবারই বলেছি, যত বেশি টেস্ট খেলবো তত শিখবো। সামনের বছর আমাদের অনেক টেস্ট আছে। আশা করবো, এই টেস্ট ভালো খেলতে পারলে মোমেন্টাম আমাদের সাথে থাকবে। ’
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। ৪৯ টেস্টের ৯০ ইনিংসে ব্যাট করা মুশফিকের রান ২৭৩৭। গড় ৩২.৫৮। তিনটি শতকের সঙ্গে রয়েছে ১৫টি অর্ধশতক।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন মুশফিক। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৯০টি ডিসমিসাল রয়েছে মুশফিকের। যার মধ্যে ৭৯টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসকে/এমআরএম