মিরপুর থেকে: বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে দেড় হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল হক। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ১৭ রান দূরে ছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
মঈন আলির বলে ফাইন লেগে দুই রান নিয়ে নিজের দেড় হাজার রান পূর্ণ করেন মুমিনুল।
এর আগে বাংলাদেশের সাতজন ক্রিকেটার দেড় হাজার কিংবা তার বেশি রান করেছেন। এর মধ্যে তিন হাজার রান করেছেন তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমন। দুই হাজার রান আছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের। দেড় হাজার পার করা ক্রিকেটার হলেন জাভেদ ওমর বেলিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।
দেড় হাজার রান পূর্ণ করতে মুমিনুল হকের লেগেছে ১৯ টেস্টের ৩৩ ইনিংস। দেড় হাজারের পথে নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান করেছেন চারটি শতক ও নয়টি অর্ধশতক। গড় ৫২.৯৬। বর্তমান বিশ্ব ক্রিকেটে ব্যাটিং গড়ে মুমিনুলের উপরে আছেন কেবল জো রুট। এই ইংলিশ ব্যাটসম্যানের গড় ৫৩.৯৪।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি