ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোবার্ট টেস্টে চালকের আসনে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
হোবার্ট টেস্টে চালকের আসনে প্রোটিয়ারা ছবি:সংগৃহীত

চলমান হোবার্ট টেস্টের তৃতীয় দিন শেষে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩২৬ রানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১২১ রানে দুই উইকেট তুলে নিয়েছেন কাইল অ্যাবোট। অজিরা এখনও ১২০ রানে পিছিয়ে।

ঢাকা: চলমান হোবার্ট টেস্টের তৃতীয় দিন শেষে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩২৬ রানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১২১ রানে দুই উইকেট তুলে নিয়েছেন কাইল অ্যাবোট।

অজিরা এখনও ১২০ রানে পিছিয়ে।

প্রথম দিনে ১৭১ রানে পাঁচ উইকেট হারোনো প্রোটিয়ারা তৃতীয় দিন আরও ১৫৫ রান যোগ করে। আর এতে অসাধারণ ভূমিকা রাখেন প্রথম দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান তেম্বা বাভুমা ও ডি কক। বাভুমা ৭৪ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন দারুণ ফর্মে থাকা ডি কক। পরে ১০৪ রানে জস হ্যাজেলউডের বলে বোল্ড হন তিনি।

সফরকারীদের ব্যাটিংয়ে শেষ দিকে তিনশ’র ইনিংস পার করতে ভালো ভূমিকা রাখেন ভারনন ফিল্যান্ডারও। প্রথম ইনিংসে অজিদের ব্যাটিং গুড়িয়ে দেয়া এ অলরাউন্ডার করেন ৩২ রান। হ্যাজেলউড ছয় উইকেট দখল করেন। মিচেল স্টার্ক নেন তিন উইকেট।

২৪১ রানে পিছিয়ে থাকা স্বাগতিকরা দলীয় শূন্য রানেই ওপেনার জো বার্নসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে দিন শেষে ১২১ রানে আর মাত্র একটি উইকেট হারিয়েছে স্টিভেন স্মিথ বাহিনী। কাইল অ্যাবোটের বলে ৪৫ রানে দূর্ভাগ্যবশত বোল্ড হন ওয়ার্নার। তবে হাফসেঞ্চুরি তুলে নেন উসমান খাজা। তাকে ১৮ রানে সঙ্গ দিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক স্মিথ। খাজা আছেন ৫৬ রানে অপরাজিত।

দিনের বাকি কয়েক ওভার আলোর স্বল্পতার কারণে খেলা হয়নি। এছাড়া সোমবার সারা দিনেই থেমে থেমে বৃষ্টি হানা দেয়। ফলে খেলা হয়নি পুরো দিনের ম্যাচ। অজিরা নিজেদের প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়েছিল। আর দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।