ঢাকা: হোবার্ট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেদের ক্যারিয়ার সেরা সাফল্য পেয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও পেসার কাগিসো রাবাদা। এ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-০তে লিড নিয়েছে প্রোটিয়ারা।
ক্যারিয়ারে উন্নতি হয়েছে দলটির আরও দুই পেসার ভারনন ফিল্যান্ডার ও কাইল অ্যাবোটের। এছাড়া অন্য ব্যাটসম্যান তেম্বা বাভুমাও ক্যারিয়ার সেরা উন্নতি করেছেন।
হোবার্টে দলের সাময়িক বিপর্যয়ের সময়েও ১০৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি কক। ফলে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে উঠে এসেছেন তিনি। আর অজিদের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়া সহ মোট পাঁচ উইকেটে চার ধাপ এগিয়ে আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে ১৬তম অবস্থানে এসেছেন রাবাদা।
এ দু’জনের দ্রুতই শীর্ষ দশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ২৪ নভেম্বর থেকে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
এদিকে হোবার্টে নয় উইকেট নিয়ে ২০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৬তম বোলিং র্যাঙ্কিংয়ে অ্যাবোট। ৭৪ রান করার ৩৯তম হয়েছেন বাভুমা। আর বোলিংয়ে শীর্ষ ১০’এ ফিরেছেন ফিল্যান্ডার। এছাড়া উইকেটের পাশাপাশি কার্যকরী রানও করা শীর্ষ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাঁচে ঢুকেছেন তিনি।
টেস্ট র্যাঙ্কিংয়ে ১০ দেশ (পয়েন্ট সহ):
ভারত (১১৫), পাকিস্তান (১০৯), অস্ট্রেলিয়া (১০৮), ইংল্যান্ড (১০৫), দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৯৬), নিউজিল্যান্ড (৯১), ওয়েস্ট ইন্ডিজ (৬৯), বাংলাদেশ (৬৫), জিম্বাবুয়ে (০৫)।
টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা ১০ ব্যাটসম্যান:
স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, উইনিস খান, হাসিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, আজিঙ্কে রাহানে, অ্যালিস্টার কুক, চেতশ্বর পুঁজারা।
টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা ১০ বোলার:
রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, ইয়াসির শাহ, স্টুয়ার্ট ব্রড, রবিন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ভারনন ফিল্যান্ডার।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস