মিরপুর থেকে: বিপিএলে এবার দুর্দান্ত ফর্মে আছেন চিটাগং ভাইকিংসের ওপেনার তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই তিনি পেয়েছেন অর্ধশতকের (৫৪) দেখা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৯ উইকেটের জয় উপহার দেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ চিটাগং অধিনায়ক তামিম।
পুরো বিপিএলজুড়েই তামিমকে এভাবেই দেখতে চাইছেন চিটাগংয়ের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার আশা, পরিণত তামিম আরও ধারাবাহিকভাবে রান করে যাবেন।
ব্যাটিংয়ের ধরন বদলানোয় তামিমের প্রতি আস্থা রাখছেন সালাউদ্দিন, “তামিমের খেলার ধরণটা আগের মতো নয়। আগে যেমন খুব তাড়াতাড়ি রান করতো। এখন তামিম অনেক পরিণত এবং অনেক ধারাবাহিক। তার খেলার ধরনটা হয়তো একটু পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে রান করতে হয় সেটা সে বোঝে। ধীরে ধীরে নিজের ইনিংসটা গড়ে তোলে। ”
“এভাবে ব্যাটিং করে বলে আন্তর্জাতিক ক্রিকেটেও তামিম ধারাবাহিক। সে বুঝতে পারে রান করতে হবে। নিজের উইকেটের গুরুত্বটা বোঝে। আমার মনে হয় তামিম আরও ধারাবাহিক হবে। এভাবে খেললে আমাদের দলের জন্যই সুবিধা। ” যোগ করেন সালাউদ্দিন।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসকে/এইচএ/
** দলের স্বল্প সংগ্রহকে দুষলেন জিয়া