ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অবসর’ আলোচনায় বিরক্ত মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
‘অবসর’ আলোচনায় বিরক্ত মিসবাহ ছবি: সংগৃহীত

সম্প্রতি ৪২ বছর বয়সী মিসবাহকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এরপরই পাকিস্তানি মিডিয়ায় গুঞ্জন উঠে মিসবাহর অবসর নিয়ে।

ঢাকা: পাকিস্তানের নিয়মিত টেস্ট দলপতি মিসবাহ উল হক জাতীয় দল থেকে অবসরের গুঞ্জন উড়িয়েছেন অনেকবার। এবার কিছুটা বিরক্ত হয়েই জানালেন, জাতীয় দলে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান।

সম্প্রতি ৪২ বছর বয়সী মিসবাহকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এরপরই পাকিস্তানি মিডিয়ায় গুঞ্জন উঠে মিসবাহর অবসর নিয়ে। অনেক সংবাদমাধ্যমে জানানো হয়, আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর পরই ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ। আর এমন খবরে বেশ চটেছেন পাকিস্তানের সাদা পোশাকের নিয়মিত এই দলপতি।

মিসবাহ জানান, ‘আমি পাকিস্তানের হয়ে আরও খেলতে চাই। কোনো নির্দিষ্ট সময় নিয়ে আমার চিন্তা নেই। যতদিন দল আমাকে চাইবে, আমি দলকে ভালো কিছু দিতে পারবো, ঠিক ততদিনই আমি নিজের খেলা চালিয়ে যাবো। ক্রিকেট বোর্ডের বেধে দেওয়া সময় কিংবা তাদের অনুরোধ আমার খেলায় নিয়ে আসতে চাই না। এর পুরোটা আমার ফিটনেসের উপর নির্ভর করবে। ফিটনেসে ঘাটতি দেখা দিলে আমি নিজেই সরে দাঁড়াবো। ’

মিসবাহ আরও যোগ করেন, ‘আমার মনে হয় না অবসর নিয়ে এতো আলোচনার দরকার আছে। অবসরের ঘোষণার আগে পূর্ব-ঘোষণা দেওয়ায় আমি আস্থা রাখছি না। কোনো নির্দিষ্ট সিরিজ কিংবা কোনো নির্দিষ্ট বয়স পর্যন্ত আমি নিজেকে ধরে রাখতে বিশ্বাসী না। একদিন না একদিন আমি অবসর নবে, তবে সেটা ঢোল বাজিয়ে সকলকে জানিয়ে কেন নিতে হবে?’

মিসবাহর এমন ঘোষণায় পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার জানান, ‘মিসবাহকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সে যতদিন খেলা চালিয়ে যেতে চায়, ততদিন খেলতে পারবে। তার ভবিষ্যৎ তার উপরই নির্ভর করবে। তবে, আমরা বোর্ডের পক্ষ থেকে মিসবাহকে অন্তত ২০১৮ সাল পর্যন্ত দেখতে চাই। ’

অজিদের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট সিরিজের দলে অধিনায়ক হিসেবে মিসবাহকে রাখা হয়েছে। স্লো ওভার রেটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে তাকে নিষিদ্ধ থাকতে হয়েছিল। তার পরিবর্তে কিউইদের বিপক্ষে গত ম্যাচে অধিনায়কত্ব পালন করেন আজহার আলি। আগামী ১৫ ডিসেম্বর গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে মিসবাহ বাহিনী।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।