ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাসেলের কালো ব্যাট নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
রাসেলের কালো ব্যাট নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া ক‍ালো ব্যাট দিয়ে খেলার সময় রাসেল-ছবি:সংগৃহীত

বিগ ব্যাশে আন্দ্রে রাসেলের খেলা কালো ব্যাট নিষিদ্ধ করেছে ক্রিকেট ‍অস্ট্রেলিয়া। দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আসরের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের হয়ে কালো ব্যাট দিয়ে খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার।

ঢাকা: বিগ ব্যাশে আন্দ্রে রাসেলের খেলা কালো ব্যাট নিষিদ্ধ করেছে ক্রিকেট ‍অস্ট্রেলিয়া। দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আসরের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের হয়ে কালো ব্যাট দিয়ে খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার।

মঙ্গলবার উদ্বোধনী ডার্বি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামে সিডনি থান্ডার। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বিভিন্ন রংয়ের ব্যাটকে তারা অনুমোদন দিয়েছে। এটা কালো হোক বা অন্য কোনো রংয়ের। তেমনি রাসেলের ব্যাটকেও আমরা অনুমোদন দিয়েছিলাম।  

কিন্তু আমরা আরও পর্যাবেক্ষণ করে দেখেছি ম্যাচে কালো ব্যাটে বেশ কিছু সমস্য রয়েছে। তাই আমরা এর অনুমোদনটি প্রত্যাহার করে নিচ্ছি।   

এর আগে বিগ ব্যাশের গত আসরে আরেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল সোনালী রংয়ের ব্যাট দিয়ে খেলেছিলেন। এই দুটি ব্যাটই প্রস্তুত করেছে স্পার্টান নামেন ক্রীড়া সামজ্ঞীর একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।