ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচে টসে জিতে আইইউবিএটি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। স্টেট ইউনিভার্সিটি ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে ৩১ রানে হারিয়ে দেয় আইইউবি। টসে জিতে আইইউবি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইইউবি সাত উইকেট হারিয়ে ১৭৮ রান করে। আইইউবি এর রাফসান ৪২ বলে ৫৬ ও রাহাত ৩২ বলে ৪৮ রান করেন।
জবাবে ব্র্যাকইউ ২০ ওভারে আট উইকেটে ১৪৭ রান করতে সক্ষম হয়। ব্র্যাকইউ এর সাদ ৩৫ বলে ৪৯ রান করেন। ফলে গ্রুপ রানাস আপ হয়ে সুপার এইটে চলে যায় আইইউবি। ম্যাচ সেরা হন আইইউবি রাফসান।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির মুখোমুখি হবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং দুপুর ১টা ৩০ মিনিটে সাউথ ইস্ট ইউনিভার্সিটির মুখোমুখি হবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এবারের আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৭
এমআরপি