ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিসিআইয়ের প্রশাসনিক প্রধান বিনোদ রাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
বিসিসিআইয়ের প্রশাসনিক প্রধান বিনোদ রাই বিনোদ রাই/ছবি: সংগৃহীত

অবশেষে জটিলতা কাটলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক পদের। দেশটির সুপ্রিম কোর্ট বোর্ডের শীর্ষপদে প্রশাসনিক চার কর্তার নাম ঘোষণা করেছে।

সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল বিনোদ রাইকে বিসিসিআইয়ের প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

এছাড়াও আছেন ইতিহাসবিদ ও প্রখ্যাত ক্রীড়া বিশেষজ্ঞ রামচন্দ্র গুহ, ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট অধিনায়ক ডায়না এডুলজি, আইডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর বিক্রম লিমায়ে।

তবে, এই প্যানেলের প্রধান বিনোদ রাই।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি’র বৈঠক আছে। কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়, সেখানে বোর্ডের যুগ্মসচিব হিসেবে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন অমিতাভ চৌধুরী।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যত দিন না নতুন করে নির্বাচন হচ্ছে, এই প্যানেলই বিসিসিআইয়ের দায়িত্ব সামলাবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি, সুপ্রিম কোর্টের নির্দেশে অপসারিত হন তৎকালীন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে-সহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।