ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিবেচনাতে থাকছেন ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিবেচনাতে থাকছেন ইমরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুরে শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকদের ঘোষিত এই স্কোয়াডে নেই টাইগারদের ওপেনার ইমরুল কায়েস। ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় স্কোয়াডে রাখা হয়নি ইমরুলকে।

ফিটনেসের কারণে ইমরুল কায়েসকে আপাতত স্কোয়াডের বাইরের রাখা হয়েছে। তবে, টেস্ট সিরিজের জন্য (দ্বিতীয় ম্যাচ) বিবেচনাতেই থাকছেন ইমরুল।

লঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ আগে খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ ৭ মার্চ গলে প্রথম ম্যাচ ও ১৫ মার্চ শেষ টেস্ট খেলবে। কলম্বোর পি. সারা আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে বাঁ-পায়ের উরুতে আঘাত পেয়ে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান ইমরুল কায়েস। এরপর গত ৬ ফেব্রুয়ারি ভারত সিরিজে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবার সেই একইস্থানে ব্যথা পেলে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে খেলা হয়নি এই টাইগার ওপেনিং ব্যাটসম্যানের। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট শুরুর আগেই দেশে ফিরতে হয়েছে।

৪ মার্চ ইমরুলের ফিটনেস টেস্ট হবে। ফিটনেস ফিরে পেলে দ্বিতীয় টেস্টের দলে ফিরতে পারেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। বিসিএলের চতুর্থ রাউন্ডে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন ইমরুল। ১ মার্চ চতুর্থ রাউন্ডের খেলা শেষ হওয়ার পর দু’দিন বিশ্রাম নিয়ে ৪ মার্চ ফিটনেস টেস্ট দেবেন ইমরুল।

ইমরুলের পরিবর্তে ভারত সিরিজে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতই দলের সঙ্গে যাচ্ছেন শ্রীলঙ্কায়। এদিকে, ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।