শনিবার (৪ মার্চ) বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে লিওনের স্পিন ঘূর্ণিতে নাকাল হয় স্বাগতিকরা। একাই আট উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ২৯ বছর বয়সী এ ডানহাতি বোলার।
ডেভিড ওয়ার্নারের ক্যাচ বানিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে (৭) ফেরানোর মধ্য দিয়ে ব্রেট লিকে টপকে যান লিওন। দলীয় ১৭৪ রানে ছয় উইকেট হারায় হোম টিম। বাকি চারটি উইকেটও যায় তার দখলে।
শুধু তাই নয়, ভারতের মাটিতে সফরকারী বোলারের এটাই সেরা বোলিং ফিগার। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের। ১৯৯৬ সালের নভেম্বরে কলকাতা টেস্টে তিনি সমান আটটি উইকেট নিতে ৬৪ রান দিয়েছিলেন।
২২.২ ওভারে চার মেডেনে ৫০ রান খরচায় আট উইকেট দখল করেন লিওন। একে একে সাজঘরে পাঠান চেতশ্বর পুজারা (১৭), বিরাট কোহলি (১২), অজিঙ্কা রাহানে (১৭), অশ্বিন, ঋদ্ধিমান সাহা (১), রবিন্দ্র জাদেজা (৩), লোকেশ রাহুল ও ইশান্ত শর্মাকে (০)।
পুনে টেস্টে ১২ উইকেট নিয়ে নায়কের আসনে বসেছিলেন ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। ভারত দুই ইনিংস মিলিয়ে করে মাত্র ২১২ (১০৫ ও ১০৭)। ভারতের মাটিতে টানা সাতটি টেস্ট হারের পর ৩৩৩ রানের উড়ন্ত জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে অজিরা। চার ম্যাচ সিরিজে লিড নেয় ১-০ তে। ও’কিফের পর এবার বিরাট কোহলিদের সামনে মূর্তিমান আতঙ্কের নাম নাথান লিওন!
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৭
এমআরএম