স্থানীয় ফায়ার সার্ভিস ধোনিদের নিরাপদে বের করে আনতে পারলেও তাদের ক্রীড়াসামগ্রী সব আগুনে পুড়ে গেছে।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় শুক্রবার (১৭) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।
ধোনিরা আইটিসি ওয়েলকাম হোটেলে অবস্থান করছিলেন। সবমিলিয়ে ৫৪০ জন ছিলেন ওই হোটেলে। সকলের অগোচরে সেখানে আগুন লাগলে অন্য সবার মতো ধোনি এবং দলের আরও ২৩ ক্রিকেটার আটকা পড়েছিলেন। পরে আগুন নিয়ন্ত্রণকারীরা ধোনিদের নিরাপদেই হোটেল থেকে বের করে আনেন। আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
ধোনি হোটেলের দশম তলায় ছিলেন। তার দলের বাকিরা আট তলা থেকে দশ তলার মধ্যে অবস্থান করছিলেন। ধোনিরা নিরাপদে হোটেল থেকে বের হয়ে আসলেও দলের সব ক্রীড়া সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
এমআরপি