ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হ্যামিল্টনে বৃষ্টির রাজত্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
হ্যামিল্টনে বৃষ্টির রাজত্ব ছবি:সংগৃহীত

হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টিই বেশি সময় রাজত্ব করলো। ফলে খেলা হলো মাত্র ৪১ ওভার। যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা চার উইকেট হারিয়ে ১২৩ রান করে।

আগেই বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল। আর ব্যাটিংয়ে নেমে শুরুটা তাই ভালো হলো না দ.আফ্রিকার।

দলীয় পাঁচ রানে দুই ওপেনার ডিন এলগার ও থিউনিস ডি ব্রুইনকে হারায়। হাফসেঞ্চুরি করে ফেরেন হাশিম আমলা। ২০ রানে আউট হন জেপি ডুমিনি।

অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৩ ও তেম্বা বাভুমা ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কিউই বোলারদের মধ্যে কলিন ডি গ্র্যান্ডহোম ও ম্যাট হেনরি দুটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।