আশার কথা হলো, এবারের প্রিমিয়ার লিগেও গতবারের বোলিংয়ের ধার ধরে রাখতে চান রাব্বি। চান গতবারের মতোই বল হাতে জ্বলে উঠতে, ‘একজন প্লেয়ারের সব সময়ই ধারাবাহিক পারফরম্যান্সের চিন্তা থাকে।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর ক্রিকেট একাডেমিতে গণমাধ্যমকে এমন প্রত্যাশার কথা জানান রাব্বি। ২০১৫-১৬ মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে খেলা রাব্বিকে এবার দেখা যাবে মোহামডান শিবিরে।
আর মোহামেডানের মতো ঐতিহ্যবাহী একটি দলে খেলতে পারা তার কাছে অনেকটা স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয়ার মতোই। কেননা, ছোটবেলা থেকেই রাব্বি স্বপ্ন দেখতেন ক্লাব পর্যায়ে আবাহনী ও মোহামেডানের হয়ে খেলার।
তিন বছর আগে আবাহনীতে খেলে তার প্রথম স্বপ্ন পূরণ হয়েছিল। এবার অপেক্ষা মোহামেডানের জার্সি গায়ে মাঠে নামার। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অবশ্য তিনি অনেকটা সফলও হয়েছেন। ভিক্টোরিয়া ছেড়ে সোমবার (৩ এপ্রিল) নাম লিখিয়েছেন সাদা-কালো জার্সিধারীদের দলে। সব কিছু ঠিক থাকলে দলটির হয়ে বল হাতে মাঠেও দেখা যাবে তাকে।
‘ক্লাব ক্রিকেট নিয়ে ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল, আবাহনী, মোহামেডানে খেলবো। আবাহনীতে তিন বছর আগেই খেলেছি। মোহামেডানে আমার খেলার অনেক ইচ্ছে। অনেক ঐহিত্যবাহী একটা দল। আশা করছি ভালো কিছু করতে পারবো। ’
গেল বেশ কয়েকটি মৌসুম হয়ে গেল শিরোপাশূণ্য দেশের ঐহিত্যবাহী ক্লাব মোহামেডান। তবে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রনি তালুকদার, শুভাশিস রায়, জুবায়ের হোসেন লিখন, কামরুল ইসলাম রাব্বি ও এবাদত হোসেনদের নিয়ে এবার তারা যে দল গেড়েছে তাতে বিগত বছরগুলোর ব্যর্থ কাটিয়ে উঠবে বলেই বিশ্বাস রাব্বির।
‘প্রিমিয়ার লিগে মোহামেডান এবার খুব ভালো। যারা আছেন তারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় ভালো খেলে থাকেন। সবাই ভালো পারফর্মার। খুব ভালো দল সাজিয়েছে মোহামেডান। আমার মনে হয় এই দল নিয়ে শীর্ষে থাকা সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম