ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমন একটা সুযোগ আমার জন্য সুখবর: মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমন একটা সুযোগ আমার জন্য সুখবর: মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ বাংলাদেশ থেকে শুধু সাকিব আল হাসানই খেলতেন। লিগের এবারের মৌসুমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলটির অজি স্পিনার ব্র্যাড হগ খেলতে না পারায় তার পরিবর্তে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ডাকা হয়েছে।

আর ক্যারিবিয়ান লিগে ডাক পাওয়াটা নিজের জন্য সুখবর বললেন সময়ের আলোচিত এই অলাউন্ডার, ‘সিপিএলে সুযোগ পাওয়া আমার জন্য সুখবর। আমাদের দেশের মানুষের জন্যও সুখবর।


 
শনিবার (১৫ এপ্রিল) মিরপুর ক্রিকেটে একাডেমি মাঠে তিনি একথা বলেন। বাংলাদেশ দলের জুনিয়ার প্লেয়ার হিসেবে সিপিএলে খেলাকে অভিজ্ঞতা অর্জনের দারুণ একটি সুযোগ হিসেবে উল্লেখ করে মিরাজ আরও বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ও ভালো বিষয়। যেহেতু আমি জুনিযর তাই এখান থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। ’

এদিকে আগামী মাস থেকেই স্বাগতিক আয়ারল্যান্ড এবং দুই সফরকারী নিউজিল্যান্ড ও বাংলাদেশের অংশগ্রহণে ডাবলিনে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। তার পরের মাসেই জুনে ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। আসন্ন এই দুই সফরকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মিরাজ। সাথে প্রিমিয়ার লিগে ভালো করার বাড়তি চ্যালেঞ্জতো আছেই।

শনিবার (১৫ এপ্রিল) সকালে মিরপুর একাডেমি মাঠে গিয়ে দেখা গেল নেটে ব্যাটিং অনুশীলন করছেন মিরাজ। প্রায় ঘণ্টাব্যাপী এই অনুশীলন শেষে মোহামেডান বোলিং কোচ সোহেল ইসলামের নির্দেশনায় করলেন বোলিং অনুশীলন।

আর তার এমন ঘাম ঝরানো অনুশীলন শুধুই ভালো পারফরমেন্সের জন্য, ‘সামনে আমাদের আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়নস ট্রফির টাইট শিডিউল আছে। সেখানে চ্যালেঞ্জটা বড়। তাছাড়া প্রিমিয়ার লিগতো চলছে, তাই ভালো পারফরমেন্সের জন্য অনুশীলন করছি। ’

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের শুরুটা ভালোই হয়েছে মিরাজের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে খেলেছেন ৫২ রানের ইনিংস। কম যাননি বল হাতেও। ১০ ওভার বল করে তুলে নেন ২টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।