গত ম্যাচে শেখ জামালের বিপক্ষে নাসির রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার আগে ১১৩ বলে ৭টি চার আর ৬টি ছক্কায় করেছিলেন ১৩৪ রান। সে ম্যাচে নাসিরের দল ১৭৭ রানের বিশাল ব্যবধানে জিতেছিল।
সুপার লিগের এই ম্যাচটি গতকাল (মঙ্গলবার) শেষ হয়নি। বৃষ্টির কারণে গতকালই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। ওই দিন মোটে চার বল খেলা হওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ৩৯.১ ওভারে অলআউট হওয়ার আগে প্রাইম ব্যাংক ১৭৩ রান তোলে। জবাবে, ৩৮.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারানো নাসিরের দল গাজী গ্রুপ জয় তুলে নেয়।
প্রাইমের ওপেনার মেহেদি মারুফ ০ রানেই ফেরেন। সানাজ আহমেদ ৫৪, জাকির হাসান ৪৭, দলপতি আসিফ ২০ আর তাইবুর করেন ২০ রান। ১২ রানে বিদায় নেন এসওয়ারান। গাজীর পেসার আবু হায়দার তিনটি উইকেট নেন। আইপিএলের দল পাঞ্জাবের বোলার গুরকীরাত সিং আরও তিনটি উইকেট দখল করেন। নাসির দুটি আর সোহরাওয়ার্দি শুভ একটি উইকেট পান।
১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গাজীর ওপেনার আনামুল হক বিজয় ৪৫ রান করেন। ৩৩ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন মুমিনুল হক। ৬৪ বলে ৯টি বাউন্ডারিতে অপরাজিত ৬১ রান করেন দলপতি নাসির হোসেন। ১৮ রানে অপরাজিত থাকেন নাদিফ চৌধুরি। ম্যাচসেরা নির্বাচিত হন ‘দ্য ফিনিশার’ নাসির।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ৩১ মে ২০১৭
এমআরপি