ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থামছেই না নাসির ‘চমক’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুন ২, ২০১৭
থামছেই না নাসির ‘চমক’ ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের পর আয়ারল্যান্ড থেকে ফিরে টাইগার অলরাউন্ডার নাসির হোসেন ব্যাটে-বলে দুই বিভাগেই জ্বলে উঠছেন। চলমান ডিপিএলের সুপার লিগের গত দুই ম্যাচের পর আবারো অলরাউন্ড পারফর্মে ম্যাচসেরা নাসির।

গত ম্যাচে দলপতি নাসিরের ব্যাটে ভর করে ৫ উইকেটে প্রাইম ব্যাংককে হারায় গাজী গ্রুপ। তার আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতাতে ভূমিকা রাখেন।

আয়ারল্যান্ড থেকে ফিরে শেখ জামালের বিপক্ষে নাসির রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার আগে ১১৩ বলে ৭টি চার আর ৬টি ছক্কায় করেছিলেন ১৩৪ রান। সে ম্যাচে নাসিরের দল ১৭৭ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। ম্যাচসেরা হয়েছিলেন নাসির। এরপর গত ম্যাচে প্রাইমের বিপক্ষে বল হাতে দুটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬৪ বলে ৯টি বাউন্ডারিতে অপরাজিত ৬১ রান করেন দলপতি নাসির হোসেন। ম্যাচসেরা নির্বাচিত হন ‘দ্য ফিনিশার’ নাসির।

বিকেএসপির তিন নম্বর মাঠে এবার শিরোপা প্রত্যাশী আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে নাসিরের গাজী গ্রুপ। এবারের অলরাউন্ড পারফর্মে ম্যাচসেরা নাসির।

সুপার লিগের এই ম্যাচে আবাহনী আগে ব্যাটিং করে ৪১.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৫৬ রান। জবাবে, নাসিরের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গাজী।

 আবাহনীর ওপেনার সাইফ হাসান আর সাদমান ইসলাম কোনো রান না করেই বিদায় নেন। নাজমুল শান্ত ১০, দলপতি মোহাম্মদ মিঠুন ২৮, লিটন দাস ৩০, আফিফ হোসেন ৩২, শুভাগত হোম ২৩ রান করেন। গাজীর হয়ে তিনটি করে উইকেট নেন মেহেদি হাসান আর নাসির হোসেন। দুটি উইকেট পান আবু হায়দার।

১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গাজীর ওপেনার এনামুল হক বিজয় ৪১ রান করেন। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ২১ রান। নাদিফ চৌধুরি ২৬ রানে অপরাজিত থাকেন। ৯২ বলে চারটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে ৫৬ রান করে অপরাজিত থাকেন নাসির। বল হাতে তিনটি উইকেট আর ব্যাট হাতে অপরাজিত হাফসেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হন নাসির। ফলে, টানা তিন ম্যাচের ম্যাচসেরা নির্বাচিত হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।