ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পোশাক খুলে নিয়ে লঙ্কানদের লঙ্কাকাণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
পোশাক খুলে নিয়ে লঙ্কানদের লঙ্কাকাণ্ড ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কিছু অসাধু কর্মকর্তা জোরপূর্বক খুলে নিয়েছিলেন মাঠকর্মীদের পরিহিত বোর্ডের নিজস্ব ব্র্যান্ডের ইউনিফর্ম (ট্রাউজার, টি-শার্ট), দেননি পারিশ্রমিকের পুরো টাকা। এমন কাণ্ড গোপন থাকেনি। বিশ্ব মিডিয়ায় বিষয়টি উঠে আসায় এবার নড়েচড়ে বসেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ঘটনার ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আশ্বাস দিয়েছে পাওনা টাকা ফিরিয়ে দেওয়া হবে শ্রমিকদের।

এছাড়া, বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের নতুন করে পোশাক (ট্রাউজার, টি-শার্ট) দেওয়া হবে।

শ্রীলঙ্কার হাম্বানটোটায় অবস্থিত স্টেডিয়ামের দেখভালের জন্য ১২ জন মাঠকর্মী রয়েছেন। গত মঙ্গলবার নিজেদের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পারিশ্রমিকের টাকা নিতে যান বোর্ড নিয়োজিত কর্তাদের কাছে। এ সময় তাদের পরনের ট্রাউজার, টি-শার্ট খুলে নেওয়া হয়। তারা অন্তর্বাস পরেই বাড়ি ফেরেন।

অভিযোগ ওঠে তাদের পারিশ্রমিকের পুরো অর্থ দেননি বোর্ড কর্তারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুতই অপমানজনক এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা জুড়ে। লজ্জাজনক এই ঘটনা নিয়ে সোচ্চার হয় বিশ্ব মিডিয়া।

বোর্ডের কলঙ্কিত ওই ঘটনার পর মাঠকর্মীদের কাছে ক্ষমা চেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তদন্তের ঘোষণা দিয়ে বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, ‘এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বোর্ড কর্তারা যেভাবে তাদের সাথে আচরণ করেছেন তা গ্রহণযোগ্য নয়। আমি আদেশ দিয়েছি মাঠকর্মীদের নতুন পোশাক কিনে দিতে। আরও বলেছি তারা যে অতিরিক্ত টাকা পাবেন, সেগুলোও পরিশোধ করতে। এটা সত্যিই অমানবিক, দাসত্বের পরিচয়। কুরূচির পরিচয় দেওয়াদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ’

এমনিতেই শ্রীলঙ্কান ক্রিকেটের টালমাটাল অবস্থা। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো লঙ্কানরা। সেটিও আবার নিজেদের মাটিতেই।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।