ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দায়িত্ব নিতে না নিতেই নাক গলানো শুরু শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
দায়িত্ব নিতে না নিতেই নাক গলানো শুরু শাস্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণার দু’দিনের মধ্যে নতুন বিতর্কের জন্ম হচ্ছে৷ কোচ নিয়োগের পুরো দায়িত্ব ছিল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির (সিএসি) তিন সদস্য শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণদের হাতে।

কিন্তু, শাস্ত্রী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরই শচীনদের অসম্মান জানিয়েছেন বলে জানানো হচ্ছে।

শচীনদের কমিটির সুপারিশ না মেনে সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকের দল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) এর কাছে নিজের পছন্দের সহকারি চেয়েছেন শাস্ত্রী।

তাতে, বেজায় চটেছেন শচীন-গাঙ্গুলীরা। সিওএ প্রধানের কাছে অভিযোগ করে একটি চিঠিও পাঠিয়েছেন শচীনরা।

শচীন-গাঙ্গুলীরা চিঠিতে জানান, কোচ নিয়োগে তাদের ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমে নানা রকম লেখালেখি হচ্ছে। শাস্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে চিঠিতে বলা হয়েছে, সহকারি নির্বাচন নিয়ে শাস্ত্রী খুশি হননি। তাই নিজের পছন্দের ব্যক্তি চেয়েছেন। এতে কমিটির সদস্যরা হতাশ। অথচ শাস্ত্রীর মতামত নিয়েই রাহুল দ্রাবিড় এবং জহির খানকে তার সহকারি হিসেবে নিয়োগ করা হয়েছে।

শচীনদের লিখিত সেই অভিযোগে তারা জানিয়েছেন, জহির খানকে বোলিং কোচ হিসেবে বেছে নেওয়ার পরও শাস্ত্রী নিজের পছন্দের ভরত অরুণকে বোলিং কোচ করতে চাইছেন। এমনকি শচীনদের কমিটির কাজেও নাক গলাতে শুরু করে দিয়েছেন শাস্ত্রী। যা মোটেই ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি।

ভারতীয় ক্রিকেটের কোচ ইস্যুতে নাটকের অবসান হলেও হাইপ্রোফাইল পদে বসে বিষয়টি আরও জটিল করে দিলেন শাস্ত্রী৷

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।