কলম্বোয় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের দলপতি গ্রায়েম ক্রেমার। দলীয় ৭০ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারালেও ক্রেইগ আরভিনের অপরাজিত দুর্দান্ত ১৫১ রানের ইনিংসে ভর করে দিনশেষে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৪৪ রান।
ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ১৯ আর চাকাভা ১২ রানে বিদায় নেন। ৬ রান করে দ্রুতই সাজঘরে ফেরেন মুসাকানদা। শেন উইলিয়ামসের ব্যাট থেকে আসে ২২ রান। এরপরই দলের হাল ধরেন ক্রেইগ আরভিন। ২৩৮ বল মোকাবেলা করে ১৩টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে করেন অপরাজিত ১৫১ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
মাঝে সিকান্দার রাজা ৪৭ বলে করেন ৩৬ রান। পিটার মুরের ব্যাট থেকে আসে ১৯ রান। ম্যালকম ওয়ালার ৩৬ রানের কার্যকর ইনিংস খেলে ফেরেন। দলপতি গ্রায়েম ক্রেমার করেন ১৩ রান। ২৪ রানে অপরাজিত থাকেন তিরিপানো।
শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ ৩০ ওভারে ১০৪ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। হোম সিরিজে পঞ্চম কোনো স্পিনার হিসেবে টেস্টে আড়াইশো উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। দুটি উইকেট পান গুনারত্নে। আর একটি করে উইকেট দখল করেন লাহিরু কুমারা, দিলরুয়ান পেরেরা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এমআরপি