তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড চার ওভার খেলার সুযোগ পায়। তবে এই ওভারগুলোতে কোনো ভুল হতে দেননি দুই ওপেনার অ্যালিস্টার কুক ও কিয়েটন জেনিংস।
এর আগে দ.আফ্রিকা নয় উইকেট হারিয়ে ৩৪৩ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তবে একরকম সেঞ্চুরি বঞ্চিত হন প্রথম ইনিংসে ভালো খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। ৮৭ রান করে তিনি লিয়াম ডসনের বলে আউট হন। ৮০ রান করেন ওপেনার ডিন এলগার। এ দু’জনের জুটিই এগিয়ে দেয় সফরকারীদের। দ্বিতীয় উইকেট জুটিতে তারা তোলেন ১৩৫ রান। এছাড়া ৬৩ রান আসে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে।
ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন স্পিনার মঈন আলী। আর দুটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।
প্রোটিয়ারা দ্বিতীয় দিন এক উইকেট হারিয়ে ৭৫ রানে দিন শেষ করে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এমএমএস