ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দায়িত্ব বেড়ে গেল কামিন্সের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
দায়িত্ব বেড়ে গেল কামিন্সের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়ে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের বাকি দুই দিন ও চিটাগং টেস্টের পাশাপাশি আসন্ন ভারত সিরিজ থেকেও ছিটকে গেছেন অজি পেসার জস হ্যাজেলউড। ফলে সফরকারী দলটির পেস বিভাগের গুরু দায়িত্বটি গিয়ে পড়েছে প্যাট কামিন্সের কাঁধেই।

দলের বাকি পেসার হিসেবে মজুদ আছেন জ্যাকসন বার্ড, যার বেশ ভালোই অভিজ্ঞতা আছে। তবে, সিনিয়র হিসেবে কামিন্সকেই সামনে থেকে দলের পেস বোলিং বিভাগের দায়িত্বটি নিতে হচ্ছে।

তবে ভয় পচ্ছেন না কামিন্স। বরং দলের এই দায়িত্বটি নিতে প্রস্তুত এই ডানহাতি পেসার, ‘সত্যি বলতে আমার কিছুই করার নেই। তবে আমরা ভাগ্যবান যে জ্যাকসন বার্ড আমার চেয়ে বেশি টেস্ট খেলেছে। আমি আমার দায়িত্ব শতভাগ দিয়ে পালনের চেষ্টা করবো। ’

মঙ্গলবার (২৯ আগস্ট) কামিন্স ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে এমনটি জানান।

সাইড স্ট্রেনের যে ইনজুরিতে হ্যাজেলউড পড়েছেন তা উৎরে খুব শিগগিরই দলে যোগ দিতে পারবেন বলে বিশ্বাস কামিন্সের, ‘পেস বোলারদের জন্য এটা খুব সাধারণ একটা ইনজুরি। আমিও একই ইনজুরিতে পড়েছিলাম। কিন্তু আমার ফিরতে খুব বেশি সময় লাগেনি। সে দেশে ফিরে যাচ্ছে এবং সব কিছু খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারবে। তবে এই সিরিজ এবং ভারত সিরিজে দলে না থাকা কামিন্সের জন্য হতাশার। ’

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।