শনিবার (১৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে দলপতি বলেন, ‘হারার জন্য কেউই কখনও খেলে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমাদের কোনো সুযোগই নেই এমন কথাও নেই।
অবশ্য ক্রিকেটে সবসময়ের শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস এমনি এমনি পাননি মুশফিক। এই ক্ষেত্রে তাকে পথ দেখাচ্ছে গেল অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে জয়, মার্চে শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে শততম টেস্ট জয় এবং সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জয়।
তিনি আরও বলেন, ‘আপনি যদি বিশ্বাসই করতে না পারেন যে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব না তাহলে মুশকিল। এটা তিন বছর আগে হলে হয়তো কথা ছিল। আমাদের বিশ্বাস ছিল বলেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে এবং শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারাতে পেরেছি। তাই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি তিন ফরম্যাটেই আমাদের সুযোগ আছে। আমরা ধারাবাহিক যে খেলাটা খেলছি সেটা ধরে রাখতে পারলে এই সিরিজেও ভাল কিছু করার অবশ্যই সুযোগ আছে। ’
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্রর ২০১৭
এইচএল/এমএমএস