চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ঢাকা মেট্রো ৩৪৪ রান তোলে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১৩০ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম।
প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি হাঁকান। ১০৪ রানের ইনিংস খেলার মধ্যদিয়ে মৌসুমের প্রথম ম্যাচ শুরু করেন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরি হাঁকানো আশরাফুল। সৈকত আলি ৩৮, মেহরাব হোসেন জুনিয়র ৬৬, শরীফুল্লাহ ৩৮, জাবিদ হোসাইন ২৭ আর নিহাদুজ্জামান ২১ রান করেন।
চট্টগ্রামের নাঈম হাসান চারটি, মেহেদি হাসান রানা দুটি, শাখাওয়াত হোসেন দুটি এবং মোহাম্মদ বেলাল দুটি করে উইকেট নেন।
চট্টগ্রামের প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার পিনাক ঘোষ। ২৩ রান করেন ইফতেখার সাজ্জাদ। ঢাকা মেট্রোর নিহাদুজ্জামান ৫টি, শরীফুল্লাহ দুটি আর আলি আহমেদ একটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোর ওপেনার শামসুর রহমান ০ আর সৈকত আলি ৪ রানে বিদায় নেন। আসিফ আহমেদ ও জাবিদ হোসাইন অপরাজিত থাকেন। ৩ ওভারে দুই উইকেট হারিয়ে ১২ রান তুলেছে আশরাফুলের দলটি। দ্বিতীয় দিন শেষে ২২৬ রানে এগিয়ে ঢাকা মেট্রো।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি