বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পুরোপুরি না হলেও ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। ১৪২.৫ ওভার ব্যাটিং করে চট্টগ্রাম ৪৩২ রান তুলে অলআউট হয়।
ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ওপেনার ইমরুল করিম ১৮ আর মাহবুবুল করিম ২২ রানে বিদায় নেন। তাসামুল হকের ব্যাট থেকে আসে ৩৭ রান। সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি। দলপতি ইরফান শুক্কুর করেন ৬৫ রান। এছাড়া, সাজ্জাদুল হক ৬৮, সাইফুদ্দিন ২, ইফতেখান সাজ্জাদ ৪৩ রান করে বিদায় নেন। ৪৪ রানে সাজঘরে ফেরেন কাজি কামরুল এবং ১১ রানে বিদায় নেন মেহেদি হাসান রানা।
স্বাগতিক রাজশাহীর শরিফুল ইসলাম তিনটি উইকেট নেন। নাজমুল হোসেন, সাকলাইন সজীব দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ফরহাদ রেজা এবং সাঞ্জামুল ইসলাম।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মাইশুকুর রহমান ৩৬ রানে বিদায় নিলেও আরেক ওপেনার জহুরুল ইসলাম ৭৯ রান করেন। তিন নম্বরে নামা নাজমুল হোসেন ৩৮, জুনায়েদ সিদ্দিকী ৭৭, ফরহাদ হোসেন ৬০, ফরহাদ রেজা ২৯, সাঞ্জামুল ইসলাম ১১, মোক্তার আলি ৩১, সাকলাইন সজীব অপরাজিত ১১ রান করেন।
এদিকে, দ্বিতীয় স্তরের অপর ম্যাচটিতে চারদিনে কোনো বল মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কক্সবাজারের টায়ার টু’র ম্যাচে ঢাকা মেট্রো এবং সিলেট বিভাগ মুখোমুখি হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি