চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা বিভাগ আর ঢাকা বিভাগ। প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগ।
এদিকে, দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা মেট্রো এবং রাজশাহী বিভাগ। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আরেক ম্যাচের দুই প্রতিপক্ষ সিলেট বিভাগ-চট্টগ্রাম বিভাগ বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি।
চট্টগ্রামের ভেন্যুতে আগে ব্যাট করতে নামা ঢাকা বিভাগ ১৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৮৪ রান তুলেছে। ওপেনার আবদুল মজিদ ০, রনি তালুকদার ১১, জাহিদুজ্জামান ৩০, রকিবুল হাসান ২১ রান করেন। ৬৬ রানে বিদায় নেন শুভাগত হোম এবং ৭৯ রানে সাজঘরে ফেরেন তাইবুর পারভেজ। নাদিফ চৌধুরি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১৬৬ রান। ৯৮ রানে অপরাজিত আছেন মোশাররফ হোসেন রুবেল। সেঞ্চুরি পেলে সেটা হবে তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
মাশরাফির অনুপস্থিতিতে খুলনার আল আমিন হোসেন দুটি, মেহেদি রানা তিনটি করে উইকেট তুলে নেন।
এদিকে, খুলনার ভেন্যুতে আগে ব্যাট করতে নেমে রাজশাহী বিভাগ ৭৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলেছে ২২০ রান। মাইশুকুর ১, নাজমুল হোসেন ১, মিজানুর রহমান ৫৬, ফরহাদ হোসেন ১৫ রান করেন। জুনায়েদ সিদ্দিকী ইনিংস সর্বোচ্চ ৮৫ রান এবং ফরহাদ রেজা ১৩ রানে বিদায় নেন। এছাড়া, সাঞ্জামুল ১৩, মুক্তার আলি ১০ আর সাকলাইন সজীব ১৩ রান করেন।
ঢাকা মেট্রোর আবু হায়দার রনি দুটি উইকেট নেন। আর ডলার মাহমুদ এবং শরিফউল্লাহ তিনটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি