সোমবার (০২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই প্রায়ত কাউন্সিলরদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আজকের এজিএম ও ইজিএমে মূলত গুরুত্ব পাচ্ছে বিসিবির গঠনতন্ত্রের অনুমোদন।
বিসিবির এই সভার মূল এজেন্ডা থাকছে, গঠনতন্ত্রের অনুমোদন। পাশাপাশি পূর্ববর্তী বছরসমূহের কার্যক্রমের বিবেচনা এবং তার অনুমোদন। পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের (২০১২-২০১৭) আয় ব্যয় সংক্রান্ত নীরিক্ষা পরীক্ষা উপস্থাপন, প্রেরণা ও অনুমোদন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট অনুমোদন।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় ব্যয় হিসাব, নিমবাস কমিউনিকেশনের সঙ্গে টিভি স্বত্ব নিয়ে বিসিবির ২৭ মিলিয়ন ডলারের বিরোধের নিষ্পত্তি, বিসিবির কর্মকর্তা-কর্মাচারিদের পারিশ্রমিক নির্ধারণ এবং সাধারণ পরিষদ কর্তৃক উথ্থাপিত কোনো জরুরি বিষয়ের নিষ্পত্তি।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস/এইচএল