সোমবার (২ অক্টোবর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আনা পরিবর্তনের বিষয়ে তিনি সংবাদ মাধ্যমেকে বলেন, ‘পরিবর্তন তেমন কিছু আসেনি। তবে যেহেতু আদালত ক্রীড়া পরিষদের কর্তৃত্ব কমাতে বলেছে তাই তাদের কোটা ৩টি থেকে একটি কমিয়ে ২টিতে আনা হয়েছে।
গঠনতন্ত্র নিয়ে এ সময় তিনি আরও বলেন, ‘২০০৮ এর পরে যে গঠনতন্ত্রটা পরিবর্তন করা হয়েছিল, ওটা যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমোদন পায়নি সেজন্য আমাদের ক্ষেত্রে একটি গ্যাপ তৈরি হয়েছিল। যে কারণেই আমরা ওই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে পারিনি। তাছাড়া আইসিসির গাইডলাইন যেহেতু ওটার মধ্যে ছিল না সেজন্য ওই সময়কার কিছু জিনিস আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়েছে। সেটা করে আমরা যেটা করেছি, ২০০৮ থেকে এই পর্যন্ত যতগুলো এজিএম ও ইজিএম হয়েছে আমরা এই সভায় অন্তর্ভুক্ত করে অনুমোদন নিয়ে রেখেছি। ’
উল্লেখ্য, বিভিন্ন জেলা ও ক্লাব থেকে আগত ১৩৩ জন কাউন্সিলরের উপস্তিতিতে সোমবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহু কাঙ্খিত বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি