এর আগে বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে সাইড স্ট্রেইনের কারণে শেষ দিন খেলতে পারেননি মরকেল। ইনজুরির কারণে চলমান সিরিজে বাদ পড়া প্রোটিয়া পেসারদের লম্বা তালিকায় যোগ দিলেন মরকেল।
প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নিয়েছে দ. আফ্রিকা। আগামী ৬ অক্টোবর থেকে ব্লোয়েমফন্টিনে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
এদিকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলা হয়নি ডানহাতি প্যাটারসনের। তবে প্রোটিয়াদের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৫টি ম্যাট খেলার অভিজ্ঞতা রয়েছে ২৮ বছর বয়সী এ ক্রিকেটারের।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
এমএমএস