সিলেটে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশের লজ্জাটা অবশ্য আরও খারাপ হতে পারতো। কেননা স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১১ রানেই টপঅর্ডারের ছয় উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
মাহিদুল ৪৩ ও নাইমের ব্যাট থেকে আসে ৩০ রান। দলের বাকি কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ছয় ব্যাটসম্যানের নামের পাশেই যোগ হয় ‘শূন্য’। বাংলাদেশ সর্বসাকুল্লে খেলতে পারে ৩০.৩ ওভার। আফগান বোলারদের মধ্যে একাই সাত উইকেট নেন মুজিব।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৩৩ করতে পারে সফরকারী আফগান। দারুণ বোলিং করেন স্বাগতিক বোলাররা। কিন্তু নিসার ওয়াহদাতের ৫৩ রানের কল্যাণে মোটামুটি স্কোর করে দলটি। বাংলাদেশি বোলারদের মধ্যে পাঁচ উইকেট পান নাইম।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি শেষে ২-১ এ এগিয়ে গেল আফগানরা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস