তবে দ. আফ্রিকা সফরে সাকিব না গেলেও দেশের ব্যস্ত সূচিতে তিনি আসলেই কতটা বিশ্রাম নিতে পেরেছেন সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ। কেননা, ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওই মাসের পুরোটাই তাকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে দেখা গেছে।
কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প ঘুরে আসেন সাকিব। মানিকগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রানবিতরণ করেন। সামাজিক কাজের পাশাপাশি নানাবিধ বানিজ্যিক ব্যস্ততা তো ছিলই।
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে মাশরাফি, নাসির ও সাইফুদ্দিনদের অনুশীলনে দেখা গেলেও সেখানে তিনি অনুপস্থিত ছিলেন না। বিশ্বস্ত সূত্রে যানা গেছে, একা এসে দু’একদিন বিকেলে মিরপুর অনুশীলন করেছেন। সাকিব মেধাবী। হয়তো অল্পতেই তার অনেক কিছু আয়ত্তে চলে আসে।
যাই হোক আপাত দৃষ্টিতে অনেকেরই মনে হচ্ছে সাকিব বিশ্রাম পাননি। কিন্তু সাকিব নিজে মনে করছেন তিনি ঠিকই বিশ্রাম পেয়েছেন। যা অনাগত দিনগুলোতো আরও ভালো ক্রিকেট খেলতে তাকে সাহায্য করবে, ‘ভালো ব্রেক ছিল। ব্যস্ত সময় কেটেছে। কিন্তু আমার কাছে মনে বিশ্রামটা আমাকে অনেক সাহায্য করবে ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য। ’
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর স্থানীয় হোটেলে বিপিএলে নিজ দল ঢাকা ডায়নামাইটসের নতুন জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন সাকিব।
এসময় সংবাদ মাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। জবাবে স্বল্পকালীন টেস্ট বিরতিতে থাকা সাকিব বলেন, ‘আমাদের দলের যে অবস্থা তাতে আমি নিশ্চিত যে তারা ফিরে আসতে সক্ষম। সবাই ফিরবে এবং দ্বিতীয় টেস্টটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ’
শুক্রবার (৬ অক্টোবর) ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে সফরকারী বাংলাদেশ। প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হারে সিরিজে ১-০ তে পিছিয়ে মুশফিকরা।
প্রসঙ্গত, সাকিব মূলত টানা ক্রিকেট খেলার কারণে ৬ মাসের জন্য শুধুমাত্র টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন। শিগগিরই মাঠের পারফরম্যান্সে ব্যস্ত হয়ে পড়বেন। ওডিআই সিরিজ দিয়ে দ. আফ্রিকার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী ১৫ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগামী মাসের শুরু থেকে বিপিএলের ব্যস্ততা তো আছেই।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম