প্রথম ইনিংসে ২৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। আবুধাবিতে মাত্র ১৩৬ রানের টার্গেট টপকাতে গিয়ে ২১ রানে হারের লজ্জায় ডুবেছিল সরফরাজ আহমেদের দল।
বড় লিডে পিছিয়ে থাকার পর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ম্যাচে ফিরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৯৬ রানের অবিস্মরণীয় ইনিংস খেলা দিমুথ করুনারত্নেকে (৭) বোল্ড করে মাঠছাড়া করেন ওয়াহার রিয়াজ। আরেক ওপেনার কুশল সিলভাকে (৩) সরফরাজের গ্লাভসবন্দি করে প্রথম ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ আব্বাস। সরফরাজের গ্লাভসে ওয়াহাবের দ্বিতীয় শিকারে পরিণত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাদিরা সামারাউইকরামা (১৩)। সুরাঙ্গা লাকমলকে (১) ইয়াসির শাহ ও অধিনায়ক দিনেশ চান্দিমালকে শূন্য হাতে এলবিডব্লুর ফাঁদে ফেলে তৃতীয় উইকেট আদায় করে নেন ওয়াহাব।
দুবাইতে তৃতীয় দিনটি ছিল বোলারদের। ১৫টি উইকেটের পতন হয়েছে। প্রথম ইনিংসে লঙ্কানদের ৪৮২ রানের জবাবে বিনা উইকেটে ৫১ রান নিয়ে নামা পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে থামে ২৬২-তে। সর্বোচ্চ ৫৯ রান করেন আজহার আলী। হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৫৬। রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা তিনটি করে উইকেট লাভ করেন। দু’টি করে নেন সুরাঙ্গা লাকমল ও টেস্টে অভিষিক্ত লাহিরু গামেজ।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৭
এমআরএম