চোট পাওয়ার পর সাইফকে হাসপাতালে নেওয়া হয় এবং স্ক্যান করানো হয়। পরবর্তীতে জানানে হয়, তিনি শুধুমাত্র চার দিনের ম্যাচ নয় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।
‘এ’ দলের ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সাইফের পরিবর্তে এখনও কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেননি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১১ অক্টোবর থেকে দু’দলের মধ্যকার চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর পাঁচটি ওয়ানডে মাঠে গড়াবে।
ক’দিন আগে এই সিলেটেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সেই দল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দেবেন সাইফুল হাসান ও নাঈম হাসান।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
এমএমএস