খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর ৮ উইকেটে ৫৬০ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। জবাবে, সব উইকেট হারিয়ে ঢাকা তুলেছিল ৩২১ রান।
রংপুরের তারকা নাঈম ইসলাম ৩৪৯ বলে ২৩টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারিতে করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তার ইনিংসটি সাজানো ছিল ২১৬ রানে। সোহরাওয়ার্দি শুভ ২০৩ বলে ১৮টি চার আর দুটি ছক্কায় করেন ১৪৫ রান। ১৬১ বলে ৭টি চার আর তিনটি ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঢাকা বিভাগের ওপেনার আবদুল মজিদ ২৫, রনি তালুকদার ২৭, মিনহাজ খান ৬২, রকিবুল হাসান ৫১, শুভাগত হোম ৬৭ রান করেন। ফলোঅনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঢাকার ওপেনার আবদুল মজিদ ৫২ রানে অপরাজিত থাকেন। রনি তালুকদার ৯ রানে সাজঘরে ফেরেন। মিনহাজ খান ২৩ রানে অপরাজিত থাকেন।
ম্যাচ সেরা হন রংপুরের ডাবল সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
এমআরপি