এর আগে রংপুর রাইডার্সের হয়ে শেষ চারটি ম্যাচের জন্য চুক্তি করেছিলেন গেইল। তার খেলার কথা ছিল বিপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্য বিপিএলের পুরো আসরে যারা অনিশ্চিত ছিলেন, গেইলের মতো অন্য সেসব বিদেশি তারকারাও বিপিএলের পুরো আসরে বাংলাদেশের মাঠ মাতাতে পারবেন।
টি-টোয়েন্টি ফরমেটে ১০ হাজার ৫৭১ রান করা গেইল এর আগেও বিপিএলে খেলেছেন। ৩০৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা গেইল বরিশাল বার্নাস আর ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে প্রথম দুই আসরে খেলেছেন। টি-টোয়েন্টিতে ৩০৩ ইনিংসে ৪০ এর ওপরে ব্যাটিং গড় গেইলের। বিপিএলের তৃতীয় আসরে খেলেছেন বরিশাল বুলসের জার্সিতে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক গেইল সবশেষ খেলেছেন চিটাগাং ভাইকিংসে।
টি-টোয়েন্টিতে ১৮ সেঞ্চুরির মালিক গেইল বিপিএলের আসরেই দু’বার সেঞ্চুরি হাঁকিয়েছেন।
২০১৭ বিপিএলে রংপুর রাইডার্সে গেইলের মতো বিদেশি তারকা হিসেবে আছেন শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা। আরও আছেন টি-টোয়েন্টির স্পেশালিস্ট ইংল্যান্ডের রবি বোপারা, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি আর লঙ্কান থিসারা পেরেরা।
রংপুর রাইডার্স স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল ইসলাম আপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আব্দুর রাজ্জাক, ইবদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।
বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেল, অ্যাডাম লিথ, সামিউল্লাহ শেনওয়ারী, স্যাম হাইন, জহির খান, লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৭
এমআরপি