টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে ডায়নামাইটসরা ৭ উইকেট হারিয়ে তোলে ২০২ রান।
বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকার বিপিএল মিশনটা ভালো হয়নি। সিলেট সিক্সার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে তারা। এদিকে, ঢাকার প্রতিপক্ষ হয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে খুলনা।
ব্যাটিংয়ে ঢাকার হয়ে ওপেনিংয়ে নামেন কুমার সাঙ্গাকারা এবং এভিন লুইস। সাঙ্গাকারা ১২ বলে ২০ রান করে বিদায় নিলেও ব্যাটে ঝড় তোলেন লুইস। ক্যারিবীয়ান তারকা ৪০ বলে সাতটি চার আর তিনটি ছক্কায় করেন ৬৬ রান। তিন নম্বরে নামা ডেলপোর্ট খেলেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। খুলনার বোলারদের ওপর দিয়ে স্টিম রোলার চালানো ডেলপোর্ট ৩১ বলে চারটি চার আর পাঁচটি ছক্কা হাঁকান।
কাইরন পোলার্ড (৫) উইকেটে থিতু হওয়ার আগে বিদায় নেন। দলপতি সাকিব ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন। সুনীল নারাইন ১১ বলে দুই ছক্কায় করেন ১৬ রান। মোসাদ্দেক ১০ রান করে অপরাজিত থাকেন।
খুলনার আবু জায়েদ এবং শফিউল ইসলাম দুটি করে উইকেট পান। একটি করে উইকেট দখল করেন জোফরা আরচার আর কার্লোস ব্রাথওয়েইট।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে খুলনার ব্যাটসম্যানরা। ঢাকার বোলারদের সামনে অসহায় খুলনার টপঅর্ডারের ৬ উইকেট সাজঘরে ফেরে দলীয় ৭০ রানের মাথায়। ওপেনার চ্যাডউইক ওয়ালটন ১৩ বলে ৫টি চার আর একটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান করেন। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত (৫), কার্লোস ব্রাথওয়েইট (০), দলপতি মাহমুদুল্লাহ (৪), আরিফুল হক (৫) দ্রুতই বিদায় নেন।
সতীর্থদের যাওয়া আসার মাঝে ১৪ বলে দুটি বাউন্ডারি আর একটি বাউন্ডারিতে রিলে রুশো করেন ২৩ রান। আকিলা ধনাঞ্জয়া ৭ রান করে বিদায় নেন। ২৪ বলে পাঁচটি বাউন্ডারিতে ৩৬ রান করে হারের ব্যবধান কিছুটা কমান অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরা জোফরা আরচার। মোশাররফ রুবেল করেন ১৯ বলে ১৭ রান।
ডায়নামাইটসের বোলার মোহাম্মদ শহীদ ১টি, সাকিব আল হাসান ২টি, আবু হায়দার রনি ৩টি, সুনীল নারাইন ২টি, খালেদ আহমেদ ২টি উইকেট পান। কাইরন পোলার্ড কোনো উইকেট পাননি।
এর আগে রোববার (৫ নভেম্বর) বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক বল বাকি থাকতে জয় তুলে নেয় সাব্বির-নাসিরদের সিলেট। ৪ উইকেট আর এক বল হাতে রেখে জয় পায় সিলেট সিক্সার্স।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের দলপতি নাসির হোসেন। টস হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪৫ রান। টানা দ্বিতীয় জয় পেতে ব্যাটিংয়ে নেমে সিলেট ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি