দুবাইয়ে ধোনি শনিবার উদ্বোধন করেন নিজের প্রথম ক্রিকেট একাডেমি। এ সময় উপস্থিত ছিলো প্রচুর উৎসাহী শিক্ষার্থী।
এ অনুষ্ঠানের মাঝেই ধোনির কি টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো উচিত এমন প্রশ্ন ওঠে? যেখানে এর আগে অজিত আগারকার ও ভিভিএস লক্ষন এই নিয়ে ধোনির বিপক্ষে মুখ খুলেছিলেন। জবাবে ধোনি বলেন, ‘সবার নিজস্ব মতামত আছে। আমার কিছু বলার নেই। ’
ধোনির একাডেমিতে রাতের বেলাতেও অনুশীলনের ব্যবস্থা থাকছে। এখানে বিভিন্ন ক্রিকেট সরঞ্জাম কেনার ব্যবস্থাও থাকছে। ধোনি বলেন, ‘আমি খুব খুশি এ রকম একটা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে। নিজের সেরা অবদানটাই রাখার চেষ্টা করব। এখানে শিক্ষার্থীদের উৎসাহ দেখে আমি খুবই প্রভাবিত। এটাই আমাকে ভাল কিছু করার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। ’
ধোনি সমালোচনা যেমন উড়িয়ে দিচ্ছেন, তেমন এর আগে পাশে পেয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে। তারা দু’জনেই আগ্রাসী ভঙ্গিতে ধোনির পাশে দাঁড়িয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস