ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের ফিরে আসা বাংলাদেশের জন্য ভালো দিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, নভেম্বর ২৫, ২০১৭
মোস্তাফিজের ফিরে আসা বাংলাদেশের জন্য ভালো দিক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ইনজুরির কারণে খেলা হয়নি বিপিএলের গত আসর। চলতি আসরের সিলেট-ঢাকা পর্ব শেষ হলেও দেখা মেলেনি তার। তিনি মোস্তাফিজুর রহমান-বাংলাদেশের কাটার মাস্টার ফিরেছেন চট্টগ্রাম পর্বের দলের প্রথম ম্যাচেই।

ফিরেই ২ উইকেট নিলেও তিনি এদিন ‘মোস্তাফিজময়’ ছিলেন বলা যাবে না। পুরো চার ওভারের কোটা শেষ করতে না পারা মুস্তাফিজ ৩ ওভার ১ বলেই দিয়েছেন ৩২ রান।

তবে বাংলাদেশ এই ভেবে খুশি হবে মোস্তাফিজ তো ফিরে এসেছেনই।

দিনশেষে জয়ী দল রাজশাহী কিংসের প্রতিনিধি হয়ে আসা লুক রাইটও বললেন সেই কথা।

মোস্তাফিজ কি শতভাগ দিতে পেরেছেন ম্যাচে-এমন প্রশ্নে লুক রাইটের জবাব, ‘অনেক দিন পর ফিরে এসে শতভাগ দেওয়াটা খুবই কঠিন। এর আগে সে বেশি অনুশীলনের সুযোগও পায়নি। ধীরে ধীরে ছন্দে ফিরবে মোস্তাফিজ। ’

এরপর লুক রাইট জানান, ‘আমাদের এবং বাংলাদেশের জন্য ভালো দিক যে সে ফিরে এসেছে। ’

দক্ষিণ আফ্রিকা সফরে গত ১৪ অক্টোবর ওয়ার্মআপের সময় ফুটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেল (গোড়ালি) মচকে যায় মোস্তাফিজের। ওয়ানডে সিরিজের আগ মুহূর্তে ইনজুরি আক্রান্ত হয়ে সিরিজ অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। এরপর থেকেই পুনর্বাসনে পুরোপুরি ফিট হওয়ার কাজ চালিয়ে যান তিনি। বিপিএলের সিলেট পর্বে দলের সঙ্গে ছিলেন না।

৮ নভেম্বরের পর থেকে রাজশাহী কিংসের সতীর্থদের সঙ্গে দেখা গেছে মোস্তাফিজকে। শনিবার (২৫ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই প্রথমবারের মতো এবারের আসরে মাঠে নামেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।