ওপেনিংয়ে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন করতেই রংপুর রাইডার্স দলপতির ভাষ্য, ‘এখানে (বাংলাদেশ) ব্যাটিং করা খুবই কঠিন। উইকেটের চরিত্র বোঝা মুশকিল।
ব্যাট হাতে এখনো নামের সুবিচার করতে পারেননি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন মাশরাফি, ‘সে চেষ্টা করছে। একটা ত্রিশোর্ধ্ব রান আছে ওর। সামনের ম্যাচগুলোতে দেখবেন ক্লিক করলে বড়কিছু করে ফেলবে। ’
আর ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ গেইলকে সম্পর্কে মাশরাফির মূল্যায়ন, ‘সে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা। এই ফরম্যাটে সাড়ে ১০ হাজার রান। সে সবসময়ের কিং। ’
বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে গ্যালারি ভরা দর্শক দেখা যাচ্ছে। ঢাকা-সিলেটের পর্বেও দর্শক ছিলো। এবারের এতো দর্শক হবার পেছনের কারণ কি মনে করেন এমন প্রশ্নও আসলো মাশরাফির প্রতি।
মাশরাফির প্রতিক্রিয়া, ‘এবার বিদেশি ক্রিকেটাররা নিয়মিত খেলছে। আগে হয়তো দেখা যেত ওরা আসতো এক দুটো ম্যাচ খেলে চলে যেতো। কিন্তু এবার সেটি হচ্ছে না। ’
আর চট্টগ্রাম-সিলেটে দর্শক বেশি হবার কারণ হলো এখানে আন্তর্জাতিক ম্যাচ কম হয়। তাই সবার আগ্রহ থাকে। এজন্য হয়তো দর্শক বেশি হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম