ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

ইংলিশদের ১০ উইকেটের লজ্জায় ডোবাল অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ইংলিশদের ১০ উইকেটের লজ্জায় ডোবাল অজিরা ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৩/১৪ অ্যাশেজ সিরিজে ধবলধোলাই (৫-০) হয়েছিল ইংল্যান্ড। সফরকারীদের এবারের শুরুটাও হলো দুঃস্বপ্নের মতো। ব্রিসবেন টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে অজিরা।

স্কোর: ইংল্যান্ড ৩০২ ও ১৯৫
অস্ট্রেলিয়া: ৩২৮ ও ১৭৩/০ (৫০ ওভার, টার্গেট ১৭০)

২০০৭ সালের পর প্রথম এবং গ্যাবায় (ভেন্যু) দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। ১৯৯০ সালে ১৫৭ রানের লক্ষ্যটা কোনো উইকেট না হারিয়ে টপকে গিয়েছিল তারা।

ব্রিসবেন দুর্গে সাদা পোশাকে দীর্ঘ অপরাজেয় রেকর্ডটা  ধরে রাখলো অজিরা। সবশেষ ১৯৮৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের স্বাদ পেয়েছিল স্বাগতিক শিবির।

ছবি: সংগৃহীতজয় থেকে মাত্র ৫৬ রান দূরে থেকে পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার ও টেস্ট অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফট। ১৬ ওভার ব্যাট করে অনায়াসেই ১৭০ রানের জয়ের টার্গেটে পৌঁছে যান দু’জন। ওয়ার্নার ৮৭ ও ব্যাক্রফট ৮২ রানে অপরাজিত থাকেন।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩০২ রানের জবাবে অজি অধিনায়ক স্টিভেন স্মিথের ১৪১ রানে অপরাজিত ইনিংসে ভর করে ৩২৮ রান তোলে স্বাগতিকরা। স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স-লায়নদের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট জো রুটের দল। স্মিথদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০।

ছবি: সংগৃহীতঅ্যাডিলেড ওভালে আগামী ২ ডিসেম্বর (শনিবার) থেকে দ্বিতীয় টেস্ট। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।