ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বিজয় ঝড়ের জবাব লুইসের, জিতলো সাকিবের ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বিজয় ঝড়ের জবাব লুইসের, জিতলো সাকিবের ঢাকা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একদিন বিরতির পর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ফিরেছে বিপিএলের উত্তেজনা। পঞ্চম আসরের চট্টগ্রাম পর্বে স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ৭ উইকেটে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

টুর্নামেন্টের ২৯তম ম্যাচে টস হেরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ে নামে সাকিব আল হাসানের দল। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ভাইকিংসরা তোলে ১৮৭ রান।

ব্যাটে ঝড় তোলেন এনামুল হক বিজয়। তবে, ১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ডায়নামাইটস। দলের হয়ে ব্যাটে ঝড় তোলেন এভিন লুইস।

ছবি:উজ্জ্বল ধর বাংলানিউজটোয়েন্টিফোর.কমঢাকা ও চট্টগ্রামের মধ্যকার প্রথম ম্যাচটিতে (১৫ নভেম্বর) বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। পরিত্যক্ত খেলায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল দু’দলকে। ওইদিন দু’টি ম্যাচই (প্রথমটিতে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স) বৃষ্টিতে ভেসে যায়।

ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের ওপেনার সৌম্য সরকার ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ও দলপতি লুক রঞ্চি ৪০ বলে করেন ৫৯ রান। তার ইনিংসে ছিল চারটি চার আর চারটি ছক্কার মার। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় রানে ফেরেন। বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন স্টিয়ান ভ্যান জিল (২)। বিজয় সাজঘরে ফেরার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৭৩ রান। তার ৪৭ বলের ইনিংসে ছিল তিনটি চার আর ৬টি ছক্কা।

শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান ১০ বলে ১৬ রান করে বিদায় নেন। সিকান্দার রাজা ১১ বলে চারটি চারের সাহায্যে করেন অপরাজিত ২৬ রান। রায়াদ এমরিত ১ রানে অপরাজিত থাকেন। ছবি:উজ্জ্বল ধর বাংলানিউজটোয়েন্টিফোর.কমঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয়ান স্পিনার সুনীল নারাইন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। দলপতি সাকিব ৪ ওভারে ৫১ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ৩ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। আবু হায়দার রনি ৩ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। মোহাম্মদ শহীন ৩ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।

১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এভিন লুইস ব্যাটে ঝড় তুললেও ক্রিজে থেকে তা দেখা হয়নি আরেক ওপেনার শহীদ আফ্রিদির। ইনিংসে প্রথম ওভারেই তাসকিন ফিরিয়ে দেন আফ্রিদিকে (০)। ৩১ বলে তিনটি চার আর ৯টি বিশাল ছক্কায় সাগরপাড়ে ঝড় তোলেন লুইস। প্রায় ২৪২ স্ট্রাইক রেটে করেন ৭৫ রান। সানজামুল ইসলামের এক ওভারেই চারটি ছক্কা হাঁকান ক্যারিবীয়ান এই ওপেনার। দলীয় ১১৯ রানের মাথায় লুইসের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ছবি:উজ্জ্বল ধর বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিন নম্বরে নামা জো ডেনলি ৩৯ বলে ৪৪ রান করে বিদায় নেন। তার ইনিংসে চারটি বাউন্ডারির পাশাপাশি ছিল একটি ওভার বাউন্ডারি। দলপতি সাকিব আর ক্যামেরুন ডেলপোর্ট দলকে জয়ের দিকে টানতে থাকেন। ক্যামিও ইনিংস খেলার পথে ডেলপোর্ট ২৪ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন। সাকিব ১৭ বলে তিনটি চারের সাহায্যে ২২ রান করে অপরাজিত থাকেন।

ছবি:উজ্জ্বল ধর বাংলানিউজটোয়েন্টিফোর.কমচিটাগংয়ের পেসার তাসকিন, রায়াদ এমরিত আর তানভীর একটি করে উইকেট পান।

টানা দুই ম্যাচ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে) হেরে ছন্দে ফিরলো তারকাখচিত ডায়নামাইটস। অন্যদিকে ঘরের মাঠে সিলেট সিক্সার্সকে হারানোর পর রংপুর রাইডার্সের কাছে শেষ বলে হতাশায় ডোবা ভাইকিংসরা আবারো হারলো। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে ঢাকা, আপাতত খুলনাকে টপকে (দিনের দ্বিতীয় ম্যাচের আগে পর্যন্ত) শীর্ষে উঠলো সাকিব-আফ্রিদি-পোলার্ডরা। অপরদিকে, ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শেষ চারে না ওঠার শঙ্কায় তলানিতে থাকা চিটাগং।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।