ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘চট্টগ্রামের উইকেটই সেরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
‘চট্টগ্রামের উইকেটই সেরা’ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: বিপিএলের সিলেট-ঢাকা পর্বে তেমন রান না ওঠলেও চট্টগ্রাম পর্বে রান ওঠছে তরতরিয়ে। এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর তো (২১১) হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। পাশাপাশি প্রায় প্রতিদিনই দেখা মিলছে দু’শ ছুঁইছুঁই স্কোর।

তাই ঢাকা ডায়নামাইটসের মিডলঅর্ডার ব্যাটসম্যান ক্যামেরুন ডেলপোর্ট জহুর আহমেদের উইকেটকেই টুর্নামেন্টের সেরা উইকেট বললেন। এদিন দলকে জেতাতে এই দক্ষিণ আফ্রিকান খেলেছেন ৪৩ রানের অপরাজিত ইনিংস।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ডেলপোর্টের কাছে জানতে চাওয়া হয় ‘টুর্নামেন্টের সেরা উইকেট কি চট্টগ্রামেরটাই’? এমন প্রশ্নে ডেলপোর্ট কোনো রাখঢাক না রেখেই বললেন-‘হ্যাঁ ব্যাটসম্যানদের জন্য এটা খুব ভালো উইকেট। বল স্পিন কম করে, ব্যাটে খুব ভালোভাবে আসছে। ’

এরপর বলেন, ‘যখন আপনি দেখবেন প্রথম ছয় ওভার অবাধে ব্যাটিং করা যাচ্ছে এবং প্রতি ওভারেই ১০ রান করে আসছে তখন অবশ্যই আপনাকে বলতে হবে এটি ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। ’

চিটাগং ভাইকিংস ১৮৮ রানের লক্ষ্য দেওয়ার পর ব্যাটিংয়ে নামার আগে ঢাকা ডায়নামাইটের পরিকল্পনা কি ছিল?  এমন প্রশ্নে ডেলপোর্টের জবাব, ‘আমরা জানি ১৮০ প্লাস খুব ভালো স্কোর। কিন্তু আমরা এটাও জানতাম উইকেট ভালো। আর আমাদের ওপেনারদের কাছ থেকে আমরা ভালো শুরুর আশা করেছিলাম। আফ্রিদি দুর্ভাগ্যজনকভাবে স্কোর করতে পারেনি। কিন্তু এভিন ও জো (ডেনলি) শতরানের পার্টনারশিপ গড়ে তোলে। ভালো একটা ভিত্তি পাওয়ায় আমার আর সাকিবের কাজ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত আমরা স্বাভাবিক খেলে জয়ে পৌঁছে যাই। ’

দলে অনেক বড় বড় বিদেশি খেলোয়াড় রয়েছে। এই প্রতিযোগিতামূলক একাদশ কীভাবে গড়া হয়? এমন প্রশ্নে ডেলপোর্ট জানান, ‘এটা আমাদের দলের জন্য ভালো যে আমাদের বেশ কয়েকজন বড় বড় হিটার রয়েছে। প্রতি খেলাতেই তারা খুব ভালো খেলছেও। আর আমরা একটা দল হিসেবে খেলি। বিভিন্ন দলের বিভিন্ন শক্তি আছে। অফ স্পিনাররা যাতে সুযোগ করতে না পারে সেজন্য আমাদের বেশ কয়েকজন ডানহাতি ব্যাটসম্যান আছে। আবার বেশ কয়েকজন বাঁহাতি হিটার রয়েছেন যারা বিপক্ষের বাঁহাতি স্পিনারদের ওপর ঝড় তুলতে পারেন। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।