ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ক্রিকেট

৯৭ রানে থামলো রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
৯৭ রানে থামলো রংপুর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টানা দুই ম্যাচ জিতে ছন্দে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামালো শীর্ষস্থানধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের শেষ চারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফির দল। সাইফুদ্দিন-মেহেদির বোলিং তোপে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই অলআউট রংপুর।

শনিবার (২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়ার সার্থকতা প্রমাণ করেন তামিম ইকবালের বোলাররা। ঢাকা দ্বিতীয় পর্বের প্রথম দিনের হাইভোল্টেজ ম্যাচে দাঁড়াতেই পারেনি গেইল-ম্যাককালাম-বোপারাদের নিয়ে গড়া রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

১৭.১ ওভারে মাত্র ৯৭ রানে সবকটি উইকেটের পতন ঘটে। যা এখন পর্যন্ত পঞ্চম আসরের সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল সিলেট সিক্সার্সের (১০১, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে)।

সর্বোচ্চ ২৪ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। মোহাম্মদ মিথুন ১৭ ও সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ১২। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্রিস গেইলকে ‘গোল্ডেন ডাক’ বানিয়ে বাঁধভাঙা উল্লাসে মাতেন উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাসান। জিয়াউর রহমান ৬, চামারা কাপুগেদারা ২, নাহিদুল ইসলাম ৬, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৯, ইসুরু উদানা ৯ রানে সাজঘরের পথ ধরেন।

অফস্পিন ঘূর্ণিতে একাই ৪টি উইকেট দখল করেন মেহেদী। আরেক তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন তিনটি উইকেট নেন। একটি করে হাসান আলী ও আল আমিন হোসেন। ব্যক্তিগত ৪ রানে রানআউটের ফাঁদে পড়েন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রবি বোপারা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।