কটাকে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে ১৬ ওভারে অলআউট হওয়ার আগে মাত্র ৮৭ রান করতে পারে সফরকারীরা।
১৮১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার উপুল থারাঙ্গা। তবে দলের আর কেউই ২০ রানের কোঠা পার করতে পারেননি।
ভারতীয় বোলারদের মধ্যে চার ওভারে ২৩ রানের বিনিময়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন লেগ স্পিনার যুজভেন্দ্র চাহাল। তিনটি উইকেট পান পেসার হার্দিক পান্ডিয়া।
এর আগে ভারত টসে হেরে প্রথমে ব্যাট করে ওপেনার লোকেশ রাহুলের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায়। ৪৮ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন তিনি। শেষ দিকে মাহেন্দ্র সিং ধোনি (৩৯) ও মানিশ পান্ডের (৩২) ঝড়ো ব্যাটে দু’শর কাছে পৌঁছায় স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস