ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ইনজুরি ছিটকে দিল ডি ভিলিয়ার্সকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, জানুয়ারি ৩১, ২০১৮
ইনজুরি ছিটকে দিল ডি ভিলিয়ার্সকে ছিটেকে গেলেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

ঢাকা: ডান হাতের আঙ্গুলে চোট পেয়ে ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডে ম্যাচ থেকে ছিটেকে গেলেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। 

তবে তার ইনজুরির পরেও নির্বাচকরা বদলি ঘোষণা করেননি। ফলে ১৪ সদস্যের দল নিয়েই সফরকারী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে স্বাগতিক প্রোটিয়া শিবির।

 

এদিকে এই সিরিজেই অভিষেক হতে পারে স্কোয়াডে থাকা ডানহাতি তরুণ ব্যাটসম্যান খায়া জোনদো’র।

জোহানেসবার্গে ভারতের সঙ্গে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন ইনজুরি আক্রান্ত হন ভিলিয়ার্স। পুরোপুরি চোট কাটিয়ে উঠতে তার দুই সপ্তাহ সময় লাগবে।

অবশ্য প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট আশা করছে, ১০ ফেব্রুয়ারি নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গোলাপি বলে চতুর্থ ওয়ানডেতে তিনি খেলতে পারবেন। কেননা তাকে এই ম্যাচের শুভেচ্ছা দূত মনোনীত করা হয়েছে।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ জয়ের পর ১ ফেব্রুয়ারি থেকে ভারতের সঙ্গে ৬ ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু করবে ফ্যাফ ডু প্লেসি ও  তার দল।  

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এইচএল/এমএ    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।