ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিদাহাস ট্রফি মিশনে দেশ ছাড়লো টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
নিদাহাস ট্রফি মিশনে দেশ ছাড়লো টাইগাররা নিদাহাস ট্রফি মিশনে দেশ ছাড়লো টাইগাররা-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে অংশ নিতে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। রোববার (৪ মার্চ) দুপুর ১টা’য় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। তিন ঘণ্টা ভ্রমন শেষে বিকেল ৪টা নাগাদ তাদের গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমটুর্নামেন্টের জন্য ঘোষিত ১৬ সদস্য টাইগার স্কোয়াডের ১৩ জন দেশ থেকে রওনা হয়েছেন। বাকি তিনজন, তামিম ইকবাল, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাইয়ে অবস্থান করায় দলের সাথে ছিলেন না।

তবে দুবাই থেকে তাদের দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমআগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমরাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।