ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন রাবি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন রাবি

রাবি: আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

শুক্রবার (৯ মার্চ) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সাংগঠনিক কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান জানান, এ বছর ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার কথা থাকলেও সমস্যার কারণে শেষ মুহুর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ১৭টি দলের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্ট শুরু হয় ৩ মার্চ। সেমিফাইনালের আগ পর্যন্ত প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।