ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেয়ারস্টোর ঝড়ো সেঞ্চুরিতে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
বেয়ারস্টোর ঝড়ো সেঞ্চুরিতে সিরিজ ইংল্যান্ডের ছবি:সংগৃহীত

সিরিজ নির্ধারনী পঞ্চম ও শেষ ওয়ানডেতে হেসেখেলেই নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর ঝড়ো সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিল ইয়ন মরগান বাহিনী। ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল দলটি।

প্রথমে ব্যাট করা কিউইরা ২২৩ রানে গুটিয়ে গেলে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ১০৪ বল বাকি থাকতেই জয় পায় ইংলিশরা।

ক্রাইস্টচার্চে ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী দুই ওপেনার বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস উদ্বোধনী জুটিতে ২০.২ ওভারে ১৫৫ রান তোলেন।

ঝড়ো সেঞ্চুরি করা ডানহাতি বেয়ারস্টো শেষ পর্যন্ত ৬০ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় ১০৪ করে ট্রেন্ট বোল্টের বলে হিট উইকেটের শিকার হন। ...হেলস করেন ৬১ রান। পরে জো রুট (২৩) ও বেন স্টোকস (২৬) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২২৩ রান করতে পারে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ৬ নম্বরে ব্যাট করতে নামা মিচেল স্যান্টনার। ৫৫ রান করেন হেনরি নিকোলস।

সফরকারী বোলারদের মধ্যে দারুণ বল করে ৩ উইকেট করে দখল করেন ক্রিস ওকস ও আদিল রশিদ। পেসার টম কুরান ২টি উইকেট নেন।

দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন বেয়ারস্টো। আর পুরো সিরিজে অসাধারণ বল করা ওকস সিরিজ সেরা হন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।