ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে মাশরাফি-সাকিবদের রুদ্ধদ্বার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
মিরপুরে মাশরাফি-সাকিবদের রুদ্ধদ্বার বৈঠক ছবি: সংগৃহীত

ঢাকা: ঘড়ির কাটায় দুপুর তখন সোয়া ১ টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস কক্ষ থেকে নামছিলেন হার্ড হিটার সাব্বির রহমান। নেমে সোজা হাঁটা ধরলেন একাডেমির দিকে। কিছুক্ষণ পরেই দেখা গেল মুশফিক নিজের গাড়ি পার্ক করে ড্রেসিংরুমের ভেতর দিয়ে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম দিয়ে সেদিকেই যাচ্ছেন।

শেষের দিকে এলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ততক্ষণে একাডেমির সামনে গাড়িতে সয়লাব।

অথচ তাদের সবারাই গন্তব্য ছিল একাডেমির জিমনেশিয়াম।

কারা এসেছে? খোঁজ নিয়ে জানা গেল জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে সব মিলিয়ে প্রায় ৭০ জন ক্রিকেটার এসে জড়ো হয়েছেন এবং তারা জিমনেশিয়ামে রুদ্ধদ্বার বৈঠক করছেন।

ঢোকার সময় জিমনেশিয়ামের দ্বাররক্ষীকে বলে গেছেন, ক্রিকেটার ছাড়া আর যেন কেউ ঢুকতে না পারে। একাডেমির বাইরে তখন অসংখ্য সংবাদকর্মী অপেক্ষমান। ছবি:সংগৃহীতকেন? কারও কাছেই সদূত্তর পাওয়া গেল না। অনুমান করেও কোনো কুল কিনার করা গেল না। কেননা বুধবার (২৮ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ তো ছিলই না, ছিল না কোনো অনুশীলনও।

কিন্তু তারপরেও কেন মাশরাফি-সাকিবসহ এত সংখ্যক ক্রিকেটারের আনাগোনা? কোনো ঝামেলা হলো না তো?ছবি:সংগৃহীতনা তা হয়নি। অনেক চেষ্টা তদবির করে জানা গেল তারা মূলত জড়ো হয়েছিলেন পিকনিক আয়োজনের উদ্দেশ্যে। বিশাল সেই আয়োজনের জন্য তারিখ, ভেন্যু নির্ধারণে সবাই মিলিত হয়েছিলেন একাডেমি ভবনের জিমনেশিয়ামে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।